Home দেশজুড়ে মশা মারতে ঢাকার জলাশয়ে ছাড়া হচ্ছে ব্যাঙ

মশা মারতে ঢাকার জলাশয়ে ছাড়া হচ্ছে ব্যাঙ

0
মশা মারতে ঢাকার জলাশয়ে ছাড়া হচ্ছে ব্যাঙ
নিউজ মেট্রো প্রতিনিধি :
মশা মারতে এবার ঢাকার জলাশয়ে ব্যাঙ ছাড়তে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দশটি জলাশয়ে হাজার দশেক ব্যাঙাচি অর্থাৎ ব্যাঙের পোনা ছাড়া হয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী জানান, ব্যাঙের পোনাগুলোকে জলাশয়ে ছেড়ে দেয়া হয়েছে,  আগামী কয়েক মাসের মধ্যে এই পোনা পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হবে তখন তারা মশার লার্ভা খেয়ে ফেলতে শুরু করবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে এই ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙ হবে এবং তারা বংশবিস্তার করবে, এবং মশার লার্ভা খেয়ে ক্রমে তারা মশার বিস্তার ঠেকাতে সক্ষম হবে।

মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তি দিতে এর আগেও নানা কর্মসূচী নিতে দেখা গেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে। জলাশয়ে গাপ্পি মাছ, হাঁস, তেলাপিয়া মাছ ইত্যাদি ছেড়ে মশা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। সাম্প্রতিক সময়ে মশার উৎপাত মারাত্মক হারে বেড়ে গেছে। বাজারের মশার কয়েল দিয়েও এসব মশা তাড়ানো যাচ্ছেনা।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here