
নিউজমেট্রো প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা ও প্রার্থনায় অংশ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এ সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সাতক্ষীরায়।
ভারতীয় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার আজ শনিবার সকাল ৯ টা ৫৫ মিনিট শ্যামনগরে এ সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠের হ্যালিপ্যাড অবতরণ করে। এরপর তিনি যশোরেশ্বরী কালীমন্দিরে যান। সেখানে পূজা ও প্রার্থনায় অংশ নেন।
মোদীর আগমনকে কেন্দ্র করে যশোরেশ্বরী কালীমন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে বিপুলসংখ্যক পোশাকধারী পুলিশসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শ্যামনগর উপজেলাসহ জেলা জুড়ে সাদা পোশাকে পৃথক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের মোতায়েন করা হয়েছে। পিজিআর (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট), এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) কর্মকর্তা/সদস্যরাও রয়েছেন সেখানে। চিকিৎসকসহ ২৪ ঘণ্টা লাইফ সিকিউরিটি সিস্টেমসহ উন্নতমানের অ্যাম্বুলেন্স ও অস্থায়ী হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা সাতক্ষীরা। নিরাপত্তার বিষয়টি দেখছে এসএসএফ। তাদের সঙ্গে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।