Home অর্থনীতি বিএসএএ’র নতুন চেয়ারম্যান সৈয়দ আরিফ ইকবাল-রেয়াজ ভাইস চেয়ারম্যান

বিএসএএ’র নতুন চেয়ারম্যান সৈয়দ আরিফ ইকবাল-রেয়াজ ভাইস চেয়ারম্যান

0
বিএসএএ’র নতুন চেয়ারম্যান সৈয়দ আরিফ ইকবাল-রেয়াজ ভাইস চেয়ারম্যান

নিউজ মেট্রো রিপোর্ট :
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএসএ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ। একই সঙ্গে সৈয়দ ইকবাল আলী শিমুল সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মো. রেয়াজ উদ্দিন খান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসেোসিয়েশনের নব নির্বাচিত পরিচালকদের সভায় সোমবার এ প্রেসিডিয়াম গঠন করা হয়। গত রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে ২২টিতে জয়ী হন সৈয়দ মো. আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা।

বিএসএএ সূত্র জানায়, সোমবার দুপুরে এসোসিয়েশন কার্যালয়ে নির্বাচিত পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এএমএমএস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফকে ২০২১-২০২৩ মেয়াদের জন্য চেয়ারম্যান, এমজিএইচ গ্রæপের লাইনার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল আলী শিমুলকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং কসকল শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান মো. রেয়াজ উদ্দিন খানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এর আগে রোববার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনার প্রতিকুল পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’ ও মোহাম্মদ শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন ‘শাহেদ সরওয়ার প্যানেল’ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সম্মিলিত পরিষদের নব নির্বাচিত পরিচালক শফিকুল আলম জুয়েল জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষ হয়। নির্বাচনে অর্ডিনারী ক্যাটাগরির ১৬ পরিচালক পদের মধ্যে ১৪টিতে সম্মিলিত পরিষদ এবং ২টিতে শাহেদ সরওয়ার প্যানেলের প্রার্থী জয়ী হন। আর এসোসিয়েট ক্যাটাগারির ৮টি পদের সব ক’টিই জিতে নেয় সম্মিলিত পরিষদ।
নির্বাচনে বিজয়ী যারা : সম্মিলিত পরিষদ- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী শিমুল, ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদের, এস এম মাহবুবুর রহমান, এসএম এনামুল হক, তানজিল আহমেদ রুহুল্লাহ, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মো. রেয়াজ উদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা, ওয়াহিদ আলম, নাজমুল হক ও নজরুল ইসলাম।
শাহেদ সরওয়ার প্যানেল : মোহাম্মদ শাহেদ সরওয়ার ও মোহাম্মদ আবদুল্লাহ জহির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here