Home বন্দর নগরী বাঁশখালীতে গুলিবিদ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু

বাঁশখালীতে গুলিবিদ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু

0
বাঁশখালীতে গুলিবিদ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শিমুল আহমেদ (২৩) ও রাজেউল ইসলাম (২৫)। তাঁরা দু’জনই ওই প্রকল্পে কর্মরত ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় ৭জন শ্রমিক মারা গেলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এস এস পাওয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ শ্রমিক শিমুল আহমেদকে গত শনিবার থেকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
এদিকে নগরীর  পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজেউল ইসলাম (২৫) নামে আরেক আহত শ্রমিক। তাঁর বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি এলাকায়।
প্রসঙ্গত, বাঁশখালীর গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপ ও চীনের একটি প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন বিদ্যুৎ প্রকল্পের শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ওই দিনই গুলিতে ৫ শ্রমিক মারা যান। এরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও রায়হান (২৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here