যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে প্রতিপক্ষের হামলায় মারা গেলেন তিন দশক ধরে ক্ষমতায় থাকা মধ্য আফ্রিকার রাষ্ট্র চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি।মঙ্গলবার চাদের সেনাবাহিনীর এক মুখপাত্র প্রেসিডেন্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷রাষ্ট্র পরিচালনার জন্য ডেবির ৩৭ বছর বয়সি ছেলে মাহামাত ইদ্রিস ডেবি ইটনোর নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তী কাউন্সিল৷
ডয়চে ভেলে জানায়, ডেবির দলের পক্ষ থেকে জানানো হয়েছে- পার্শ্ববর্তী লিবিয়া থেকে আক্রমণ করা ‘সন্ত্রাসীরা’ একটি সীমান্ত চৌকিতে হামলা চালায়৷ মরুভূমির মধ্য দিয়ে তারা রাজধানী এনজামেনার দিকে বেশ কয়েকশ কিলোমিটার এগিয়েও যায়৷ সেনাবাহিনীর দাবি এই যুদ্ধে বিদ্রোহীরা পিছু হঠতে বাধ্য হয়েছে এবং তিন শতাধিক বিদ্রোহী মারা গেছে৷
সেনাবাহিনীর মুখপাত্র আজেম বার্মেন্দাও আগোনা টিভিতে প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ ঘোষণা করেন৷ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে দেশটিতে কারফিউ ঘোষণার কথাও জানান মুখপাত্র৷
১৯৯০ সাল থেকে আফ্রিকার দেশ চাডের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি৷ আফ্রিকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের মধ্যেও একজন তিনি৷ গত ১১ এপ্রিলের নির্বাচনে ৭৯ শতাংশ ভোট পান ডেবি৷ সাহেল অঞ্চলে বিভিন্ন জঙ্গী গোষ্ঠির তৎপরতার বিরুদ্ধে ফরাসি নেতৃত্বাধীন অভিযানের অন্যতম শক্তি ছিলেন তিনি৷ গত আগস্টে দেশটির পশ্চিমে জিহাদিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার পর চাদের ন্যাশনাল অ্যাসেম্বলি ডেবিকে দেশটির প্রথম ফিল্ড মার্শাল ঘোষণা করে৷