Home পর্যটন পর্যটকদের জন্য ১আগস্ট থেকে খুলছে সৌদীর দুয়ার

পর্যটকদের জন্য ১আগস্ট থেকে খুলছে সৌদীর দুয়ার

0
পর্যটকদের জন্য ১আগস্ট থেকে খুলছে সৌদীর দুয়ার

নিউজ মেট্রো ডেস্ক :

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর ১আগস্ট থেকে পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে সৌদী আরবের দরজা। তবে এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই দুই ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ থাকতে হবে। সৌদী পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সৌদী গেজেট জানায়, পর্যটন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ১ অগাস্ট থেকে বিদেশি পর্যটকরা টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পর্যটকদের মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ শেষ করতে হবে। সৌদিতে গেলে তাদের আর কোয়ারান্টিনে থাকতে হবে না। তাদের অন্তত ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে। আর সিনোফার্ম ও সিনোভিক এর টিকা গ্রহণকারীদের জন্য উপরোল্লেখিত চার কোম্পানীর যে কোন একটির অতিরিক্ত এক ডোজ টিকা গ্রহণ করতে হবে।

করোনা পরিস্থিতির কারণে ২০২০ এর মার্চের পর থেকে সৌদির দরজা বন্ধ হয়ে যায় পর্যটকদের জন্য। এমন কী হজ্ব ও উমরাহের জন্যও বিদেশিদের সৌদী আরবে ঢুকতে দেয়া হয়নি। এখন কেবল টিকা নেয়া সৌদি বাসিন্দারাই উমরাহ করতে পারেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here