
সরকারের কঠোর বিধি নিষেধেও থামছেনা চট্টগ্রামে করোনার উর্ধ্বগতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার সকালে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মঙ্গলবার একদিনেই চট্টগ্রামের করোনা আক্রান্ত ১৬জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলায় এবং ৬ জন মহানগর এলাকায়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার ১০জনে।
এদিন বিভিন্ন ল্যাবে চট্টগ্রাম মহানগরী ও জেলার মোট ৩হাজার ৬৭৯টি জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ১ হাজার ২৮৫ জনের নমুনায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে। প্রতিবেদনে দেখা যায়, নগরীর বাইরে হাটহাজারীতে ৮০জন, রাউজানে ৭৮জন, সীতাকুন্ডে ৫১জন, রাঙ্গুনিয়ায় ৫৩জন, বোয়ালখালিতে ৪২জন, পটিয়ায় ৩০ জন, বাঁশখালীতে ২০জন, লোহাগাড়ায় ২০জন, সন্দ্বীপে ১৮ জন, মিরসরাইয়ে ১৪ জন, সাতকানিয়ায় ১০ জন, আনোয়ারায় ৮ জন ও চন্দনাইশে ২জন আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এখানে করোনায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে যাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অনেকে এখনো উদাসীন। যার প্রতিফলন ঘটছে এখানে। তিনি জানান, প্রথম দিকে নগরীর তুলনায় গ্রামে আক্রান্তের সংখ্যা অনেকটা কম হলেও এখন গ্রামাঞ্চলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত মারা যাওয়া ১হাজার ১০জনের মধ্যে ৫৯৭ জন মহানগরীর এবং ৪১৩ জন রয়েছে নগরীর বাইরের।