বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সদস্যরা। বুধবার রাজধানীর বনানী এলাকায় উভয়ের বাসায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযানকালে দু’জনের বাসা থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার বিকেল চারটার দিকে বনানীতে নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাতে যায় র্যাবের একটি টিম। র্যাব সদস্যরা তাঁর বাসার দরজা খুলতে বললে তিনি দরজা না খুলে ফেসবুক লাইভে গিয়ে বলতে থাকেন সাদা পোশাকে অজ্ঞাত পরিচয় লোকজন তাঁর বাসার মূল গেট ভেঙ্গে উপরে উঠে এসে বাসার দরজা ধাক্কাচ্ছে। এসময় তিনি বনানী থানায় ফোন করে পুলিশের কোন সাহায্য পাচ্ছেনা বলেও অভিযোগ করেন। বিকেল সাড়ে চারটার দিকে বাসার দরজা খুলে দেয়া হয়। বাসায় ঢুকেই র্যাব সদস্যরা পরীমনির ফেসবুক লাইভ বন্ধ করে দিয়ে তাঁর মোবাইলে নিজেদের কাছে নিয়ে নেন। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। রাত সোয়া আটটার দিকে তাঁকে বাসা থেকে আটক করে কঠোর প্রহরায় র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
এদিকে পরীমনিকে আটকের পরপর বনানীর ৭নম্বর রোডে চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালায় র্যাব। রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান শুরু হয় এবং রাত সাড়ে দশটার দিকে তাঁকে বাসা থেকে আটক করে নিয়ে যায়। ওই বাসাতেও বিভিন্ন ধরণের মাদক পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় তাঁদের বিরূদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।