
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নেয়ার সময় বাকলিয়া এলাকা থেকে ৪৯ হাজার ২৮০ পিস জব্দ করেছে র্যাব। যা আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার অফিস জেলার উখিয়া থানার কুতুপালং পুরাতন রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্প ২ নম্বর ই-ব্লকের সালামত উল্লাহের ছেলে মো.ইউসুফ (৩৫) ও বান্দরবান জেলার আলীকদম থানার এলাকার মৃত আব্দুর হাকিমের মো. সেলিম হোসেন (৩৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার গোপন সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি টিম। দুপুর ১২টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে ট্রাভেল ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
তিনি বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরূদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।