Home করোনা আপডেট যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

0
যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

নিউজমেট্রো ডেস্ক :
করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া যাবে। খবর রয়টার্সের।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, দেশে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। তাই বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়েছে।

এফডিএ’র ঘোষণায় স্বস্তি পেয়েছেন অনেকেই। যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে বা ক্যানসার আক্রান্ত কিংবা জটিল কোনও রোগে আক্রান্ত তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। তাদের অতিরিক্ত সুরক্ষা দেবে এই বুস্টার ডোজ। ইতিমধ্যেই ফ্রান্স ও ইসরাইল এর অনুমোদন দিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেওয়ার আহ্বান জানিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here