Home বিশ্বজুড়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান প্রেসিডেন্ট গণি

কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান প্রেসিডেন্ট গণি

0
কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান প্রেসিডেন্ট গণি
নিউজ মেট্রো ডেস্ক :
আফগানিস্তানের চব্বিশটি প্রদেশের মধ্যে ২৩টির রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। এখন কাবুল অভিমুখে যাত্রা করেছে তাঁরা। এ পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ২৩টি প্রদেশ হারিয়েও তিনি কি কাবুল রক্ষায় লড়াই করবেন নাকি আত্মসমর্পণ করবেন-এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
শনিবার দেশটির উত্তরের শহর মাজার-ই-শরীফ দখল করে তালেবানরা। এরপর আজ রবিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর জালালাবাদ বিনা যুদ্ধে দখলে নেয় তারা। এখন শুধুমাত্র কাবুল শহরটিই সরকারের নিয়ন্ত্রণে আছে।
সরকারি বাহিনীগুলোর এমন বিপর্যয়ের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির ওপর পদত্যাগের চাপ বাড়ছে। কাবুলে নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করবে নাকি আত্মসমর্পণ করবে এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট।
এদিকে বিপর্যস্ত দেশটি থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য ৫০০০ সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে আনার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, “অন্য দেশের অভ্যন্তরীন দ্বন্দ্ব মেটাতে অনন্তকাল ধরে কোন দেশে আমেরিকার অবস্থান জানান দেয়ার সমর্থন করা যায় না।”
রবিবার সকালে জালালাবাদ দখলে নেয়ার মানে, তালেবানরা দেশটির সাথে পাকিস্তানের সংযোগকারী সড়কগুলোও নিজেদের করে নিয়েছে।
আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর এবং বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফ দখল করে নেয়ার কয়েক ঘণ্টা পরেই জালালাবাদ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবানরা, মাজার-ই-শরীফ আয়ত্বে নিতেও কোন সংঘাতের প্রয়োজন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here