নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পলাকত খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকর করার দাবির জানিয়েছেন সাংবাদিক নেতারা।
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকালে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল এগারটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে এগারটায় ক্লাবের এস রহমান হলে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নিউ মনসুরাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছদর উদ্দিন ফারুকী।





