Home প্রেস রিলিজ জাতীয় শোক দিবসে সিইউজে ও প্রেস ক্লাবের আলোচনা সভা

জাতীয় শোক দিবসে সিইউজে ও প্রেস ক্লাবের আলোচনা সভা

0
জাতীয় শোক দিবসে সিইউজে ও প্রেস ক্লাবের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পলাকত খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকর করার দাবির জানিয়েছেন সাংবাদিক নেতারা।
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকালে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল এগারটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে এগারটায় ক্লাবের এস রহমান হলে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নিউ মনসুরাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছদর উদ্দিন ফারুকী।

সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাস বলেন, ৭৫ এর পনেরো আগস্টের পরে চট্টগ্রাম প্রেস ক্লাবেই বঙ্গবন্ধুর স্মরণে ১৫ আগস্ট দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছে।  সেই ধারাবাহিকতা আজও আছে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর আদর্শকে আজকের প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিক সমাজকে আরো অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। যেহেতু বঙ্গবন্ধু একজন ব্যক্তি নন, তিনি বাঙালি জাতির জনক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
বক্তারা বলেন, জাতির জনকের যে সকল খুনিরা এখনো পলাতক তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। একইসাথে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিলেন এবং পরবর্তীতে লাভবান (বেনিফিশিয়ারি) হয়েছেন তাদেরও বিচারের আওতায় আনার দাবী জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, মোসতাক আহমদ, শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি স ম ইব্রাহীম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজুসহ সাংবাদিক সংগঠনসমূহের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here