Home অপরাধ চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার বিচার শুরু : বাদীর সাক্ষ্য গ্রহণ

চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার বিচার শুরু : বাদীর সাক্ষ্য গ্রহণ

0
চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার বিচার শুরু : বাদীর সাক্ষ্য গ্রহণ
কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। মামলার বাদী ও নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোমবার এ বিচার কাজ শুরু হয়।
আদালতে দেয়া জবানবন্দিতে বাদী শারমিন এ হত্যাকান্ডকে পূর্ব পরিকল্পিত দাবি করে বলেছেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন তাঁর ভাই সিনহা মো. রাশেদ। মামলায় অভিযুক্ত ১৫ আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
সোমবার সকাল সাড়ে দশটায় জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বেলা আড়াইটা পর্যন্ত প্রথম দফা সাক্ষ্য গ্রহণ চলার পর আদালত এক ঘন্টার বিরতি দেয়া হয়। বিকেল সাড়ে তিনটায় পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাড়ে চারটায় সাক্ষ্য গ্রহণ মুলতবী করেন আদালত। তার আগে আসামী পক্ষের আইনজীবীদের বেশ ক’জন বাদীকে বিভিন্ন বিষয়ে জেরা করেন। মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী এএসআই লিটন মিয়ার পক্ষের আইনজীবীরা সময়ের অভাবে সোমবার বাদীকে জেরা করতে পারেননি। মঙ্গলবার তাঁরা জেরা করবেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিপি ফরিদুল আলম, অতিরিক্ত পিপি মোজাফফর আহমদ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ।
অন্যদিকে আসামীদের পক্ষে এডভোকেট রানা দাশ গুপ্তসহ বেশ কয়েকজন আইনজীবী আদালতে মামলা পরিচালনায় অংশ নেন। বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ অন্যান্য আসামীরা এসময় কাটগড়ায় উপস্থিত ছিলেন।
সাক্ষ্য গ্রহণ শেষে পিপি ফরিদুল আলম এ প্রতিবেদককে বলেন, সোমবার মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসসহ পাঁচজনের সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত ছিল। এদের মধ্যে বাদীর সাক্ষ্য নেয়া হয়েছে। তাঁর জেরা অসমাপ্ত রয়েছে। মঙ্গলবারও জেরা অনুষ্ঠিত হবে। ২৪ ২৫ আগস্ট আরও দুই দিন সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান তিনি।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here