Home পর্যটন ইউক্রেনের বিমান অপহরণকান্ডে চাঞ্চল্যকর মোড়

ইউক্রেনের বিমান অপহরণকান্ডে চাঞ্চল্যকর মোড়

0
ইউক্রেনের বিমান অপহরণকান্ডে চাঞ্চল্যকর মোড়
নিউজ মেট্রো ডেস্ক :
কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনের উদ্ধারকারী বিমান অপহরণ-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। প্রথমে দাবি করা হয়েছিল, বিমানটি ছিনতাই করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ইরানের অসামরিক বিমান পরিবহণ সংস্থা হাইজ্যাকের অভিযোগ উড়িয়ে জানিয়ে দেয়, ইরানের বিমানবন্দর থেকে জ্বালানি ভরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ফিরে গিয়েছে বিমান।
এর আগে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, রবিবার কাবুল বিমানবন্দরে উড়ানের দখল নেয় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। মঙ্গলবার সেই বিমান নিয়ে ইরানের দিকে উড়ে যায় তারা। কিন্তু মন্ত্রীর এই দাবির তীব্র বিরোধিতা আসে তেহরান থেকে। সে দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা জানায়, অপহরণের কোনও ঘটনা ঘটেনি। তেহরানের স্থানীয় সময় রাত ৯টা ৫০ নাগাদ বিমানটি মাসাদ বিমানবন্দর থেকে জ্বালানি সংগ্রহ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ ফিরে গিয়েছে। এমনকি, কিয়েভ-এ বিমানের অবতরণের রিপোর্টও তাদের কাছে আছে বলে দাবি।
পরে অবশ্য ইউক্রেনের বিদেশ মন্ত্রক অপহরণের খবর অসত্য বলে জানায়। ইউক্রেনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের প্রেস টিভির জানিয়েছে, কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাইয়ের কোনও ঘটনা ঘটেনি। অপহরণের ‘গল্প’ সংবাদমাধ্যমের তৈরি করা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here