Home প্রেস রিলিজ বিপ্লব উদ্যানে সবুজ ধ্বংস করে স্থাপনা নয়

বিপ্লব উদ্যানে সবুজ ধ্বংস করে স্থাপনা নয়

0
বিপ্লব উদ্যানে সবুজ ধ্বংস করে স্থাপনা নয়

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় প্রীতিলতার স্বরণে তৈরিকৃত বিপ্লব উদ্যান দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা ও বাংলাদেশ পরিবেশ ফোরাম। আজ শনিবার সকাল ১১টায় আয়োজিত উক্ত সমাবেশে বক্তরা বলেন, বিপ্লব উদ্যানে সবুজ অংশকে ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। উদ্যানের মাঝখানে নতুন করে নির্মিত হচ্ছে দোকান ও বিভিন্ন স্থাপনা। এই উদ্যান দখল করে চলমান ইট পাথরের ঢালাই কাজ দ্রæত বন্ধ করা না হলে লাগাতার সামাজিক আন্দোলনসহ উচ্চ আদালতে রিট মামলা করে কাজ বন্ধ করা হবে।

বক্তারা বলেন, ইতোপূর্বে উন্নয়নের নামে চট্টগ্রাম মহানগরীর জাম্বুরি মাঠ, মহসিন কলেজ মাঠ, প্যারেড ময়দান, জাতিসংঘ পার্ককে ধ্বংস করা হয়েছে। নগরীর বিপ্লব উদ্যানের ছোট্ট সবুজ চত্বরকে ইতোমধ্যে ধ্বংস করে সেখানে কনক্রিটের স্থাপনা বির্মান করা হচ্ছে। গত ৩০ নভেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা থেকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও কাজ থেমে নাই। গত কয়েকদিনে পুরো মাঠে ইট কনক্রিটের ঢালাই দেয়া হয়েছে। যা চট্টগ্রাম বাসির জনস্বার্থ বিরোধী। সিটি মেয়র জনগণের মতামতের তোয়াক্কা না একটি বিশেষ শ্রেনীর সুবিধার জন্য পুরো মাঠে লোহা ও কনক্রিটের স্থাপনা নির্মানের যে আদেশ দিয়েছেন তার জবাবদিহিতা একদিন জনগণের আদালতে করতে হবে।

অবস্থান ধর্মঘটে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক ও বেলার নেটাওয়ার্ক মেম্বার আলীউর রহমান, বেলা চট্টগ্রাম অফিসের সমন্বয়ক মনিরা পারভিন রুবা, গ্রিন ফিঙ্গার এর কো ফাউন্ডার রিতু ফারভিন, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক, বিপ্লবী তারকেশ্বর পরিশনের সভাপতি চিংময় ভৌমিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাকলিয়া থানা কমান্ডার ইঞ্জিনিয়ার মো. আলী আকবর প্রমুখ।

প্রসঙ্গত গত ৩০ মে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা চসিক মেয়র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিডিএ চেয়ারম্যান, চসিক সিইও, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ঠিকাদারি প্রতিষ্ঠান রিফর্ম কনসোর্টিয়াম লিমিটেডের এমডি ও স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেডের চেয়ারম্যানকে অবিলম্বে বিপ্লাব উদ্যানে স্থাপনা বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here