Home অর্থনীতি চট্টগ্রাম নগরীর ২০ স্পটে টিসিবির ট্রাক সেল

চট্টগ্রাম নগরীর ২০ স্পটে টিসিবির ট্রাক সেল

0
চট্টগ্রাম নগরীর ২০ স্পটে টিসিবির ট্রাক সেল

নিজস্ব প্রতিবেদক
রমজানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে সোমবার (১০ ফেব্রæয়ারি) হতে খোলা ট্রাক থেকে ন্যায্য মূল্যে নির্ধারিত পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শবে কদরের আগের দিন পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবি কর্মকর্তারা।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের মোট ৬০টি পয়েন্টে পর্যায়ক্রমে খোলা ট্রাক থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলবে। এর মধ্যে প্রতিদিন ২০টি স্পটে ট্রাক সেল চলবে।
টিসিবি সূত্র জানায়, ট্রাক থেকে প্রতি প্যাকেজে মোট ৫৮৭ টাকায় ২কেজি মসুর ডাল, ১কেজি চিনি, ২লিটার সয়াবিন তেল, ২কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর পাওয়া যাচ্ছে। প্রতি ট্রাকে দিনে ২০০ প্যাকেজ পরিমাণ পণ্য সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, আগে স্মার্ট ফ্যামলি কার্ডের মাধ্যমে কার্ডধারীদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হতো। কিন্তু এবার সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ না হওয়ায় খোলা ট্রাক থেকে পণ্য বিক্রি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here