Home অপরাধ চাঁদাবাজির অভিযোগ : ১৩ পুলিশ ক্লোজড

চাঁদাবাজির অভিযোগ : ১৩ পুলিশ ক্লোজড

0
চাঁদাবাজির অভিযোগ : ১৩ পুলিশ ক্লোজড

সিলেট প্রতিনিধি :

পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে ওঠায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার দুই এস আইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ২জন এস আই, ২ জন এ এস আই ও ৯ জন কনস্টেবল রয়েছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে উঠে ।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাঁদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here