
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ বাংলাদেশি ৪ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে মিয়ানমার নিয়ে গেছে সশস্ত্র লোকজন। আরাকান আর্মির সদস্যরা্ তাঁদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার মো. হাছান (৩০), আবদুর রহিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
কোস্ট গার্ড সূত্র জানায়, মঙ্গলবার সকালে ট্রলার নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন জেলেরা। এসময় মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা সশস্ত্র লোকজন ট্রলারসহ বাংলাদেশি জেলেদের নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়।
স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে বাংলাদেশী জেলে অপহরণের বিষয়টি অবহিত হয়েছেন জানিয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন। আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।