
নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা আছে অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেনও ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন।
প্রধান উপদেষ্টা কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ দেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা ঠিক করবেন। তবে ১৫ তারিখের মধ্যে ওনারা কিছু একটা বলতে যাবেন। আমরা যেটা বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে যদি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে কথা বলেছি। আমরা বলেছি এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছে যে তারা এ নিয়ে কাজ করছেন।
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা অতীতে অনেক অভিযান দেখেছি। সেই ধরনের কোনও পুনরাবৃত্তি না হয়, এটা নিয়ে কোনও যেন সমস্যা তৈরি করা না হয় এ কথাগুলো জোরের সাথে বলেছি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ ব্যাপারে কোনও কোনওভাবেই একমত হব না।
এর আগে সন্ধ্যা ছয়টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।