
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা আছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রো রেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।