
নিজস্ব প্রতিবেদক :
জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। তবে, আত্মপ্রকাশের ঘোষণার আগে পদবঞ্চিত একটি গ্রুপ সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক করা হয়েছে আবদুল বাকের মজুমদারকে। চব্বিশের জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে সামনের সারির নেতৃত্বে ছিলেন। এছাড়া সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র করা হয়েছে আশরেফা খাতুনকে।
একই সঙ্গে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কমিটিও ঘোষণা করা হয়। সেখানে আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদেরকে। এছাড়া সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।