
নিজস্ব প্রতিবেদক :
সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আরও দুই নেতা পদত্যাগ করেছেন। এরা হলেন- যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাহউদ্দিন আম্মার। দুইজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটিতে তাঁদের নামও ঘোষণা করেন আহ্বায়ক আবদুল বাকের মজুমদার।
নতুন সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে দু’জনই ফেসবুকে পোস্ট দিয়েছেন।
মেহেদী সজীব তাঁর পোস্টে লেখেন, আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমার ইচ্ছা ব্যতীত এই দলে আমাকে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই আমি আজ মেহেদী সজীব হিসেবে গড়ে উঠতে পেরেছি। কিন্তু শত চেষ্টা করেও নয়া বন্দোবস্তের নাম নেওয়া কর্তাব্যক্তিদের কাছ থেকে আমাদের মৌলিক কিছু দাবিও পূরণ করতে পারি নাই। পিএসসি-ইউজিসিসহ নানান জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সাইড করে রাখার প্রবণতা এখনো লক্ষ্য করছি।
আমার স্পষ্ট বার্তা হলো– ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না। আর তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম।
অন্যদিকে সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লেখেন, ফেসবুক পোস্টে সালাহউদ্দিন লেখেন, ‘আমাদের কাছে শিক্ষার্থীদের পাল্সটা বেশি গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছে না এই ঢাবি আধিপত্যের পক্ষে থাকতে, তাই আমরাও চাচ্ছি না। শিক্ষার্থীরা না চাইলে আমরা কিছুই না।’
প্রসঙ্গত, নতুন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ ও এর আগে পদত্যাগের বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট দেন।