Home বন্দর নগরী আবদুল্লাহ আল নোমানের মরদেহ এখন চট্টগ্রামে : কাল জানাযা

আবদুল্লাহ আল নোমানের মরদেহ এখন চট্টগ্রামে : কাল জানাযা

0
আবদুল্লাহ আল নোমানের মরদেহ এখন চট্টগ্রামে : কাল জানাযা

চট্টগ্রাম ব্যুরো :
বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মরদেহ জন্মস্থান চট্টগ্রাম আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টার যোগে তাঁর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়।
বিকল সাড়ে তিনটায় নোমানের মরদেহবাহী হেলিকপ্টার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। তার আগে থেকেই স্টেডিয়াম এলাকায় তাঁর রাজনৈতিক সহকর্মী, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ভিড় জমে। হেলিকপ্টার থেকে নামিয়ে আবদুল্লাহ আল নোমানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাসার পার্কিং প্যালেসে দর্শনার্থীদের জন্য রাখা হয়।  এ-সময় সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার সকাল ৮টায় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে, সকাল নয়টায় ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ে এবং সকাল ১১টায় নুর আহমদ সড়কের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রাখা হবে।
তিনি জানান, শুক্রবার বাদে জুমা জামিয়াতুল ফালাহ ময়দানে এবং বাদে আসর রাউজানের গহিরা হাইস্কুল মাঠে আবদুল্লাহ আল নোমানের জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আবদুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান তুর্য এসব কর্মসূচিতো অংশগ্রহণের জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।##২৭.০২.২০২৫
##শামসুল ইসলাম/ চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here