নিজস্ব প্রতিবেদক :
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন।
আগামী ৪ এপ্রিল ২০২৫-এ অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আজ বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ‘বিমসটেক সিনিয়র অফিসিয়ালস’ মিটিংয়ের ২৫তম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছে। এতে পররাষ্ট্র সচিব বিমসটেকের ‘বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, বিশেষ করে ব্লু ইকোনমি’ সংক্রান্ত খাতের অগ্রগতির ওপর বক্তব্য রাখেন।
থাইল্যান্ড সফরকালে সেখানকার প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
Alright, so I downloaded the 8jililoginapp app. It’s not bad! Makes it super convenient to play on my phone. Could be a little smoother, but overall a solid experience. Here’s the link: 8jililoginapp
Phskylogin? Easy to sign up, yeah? Quick and painless. Get in there and start spinning, my friends! Check it out for yourself: phskylogin