Home বিশ্বজুড়ে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াতে পারে

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াতে পারে

0
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়াতে পারে

নিউজমেট্রো ডেস্ক :

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে আশংকা করছে দেশটির সরকার। সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে এ আশংকার কথা জানান। তিনি বলেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় ও সাগাইং অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে নিহতদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পে নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রয়টার জানিয়েছে, শুক্রবারের (২৯ মার্চ) দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হাজার ৭১৯ পৌঁছেছে আহত হয়েছেন আরও হাজার ৫২১ জন, নিখোঁজ রয়েছেন অন্তত ৪৪১ জন। দেশটির

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকট চরমে পৌঁছেছে। মান্দালয়সহ বিধ্বস্ত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও ওষুধ সহায়তা প্রয়োজন।

বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে জান্তা সরকার। বাংলাদেশ, চীন ও থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here