Home জাতীয় ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

2
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন কর্মকর্তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা সবাই অধ্যাপক।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে নিয়োগ দিয়েছে। এর মধ্যে দুটি প্রজ্ঞাপনে ৪৯ জন করে এবং অপর প্রজ্ঞাপনে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্তদের ১৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

2 COMMENTS

  1. Yo, just wanted to give a shout out to bet39vin. They have a solid selection of games, and I haven’t had any issues with withdrawals. Definitely a good option if you’re looking for a reliable place to play. Cheers!

Leave a Reply to bet39vin Cancel reply

Please enter your comment!
Please enter your name here