নিউজমেট্রো ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ’র একাধিক স্ট্যাটাস এখন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। কমেন্টেই অনেকে তাঁর কাছে জানতে চেয়েছেন স্ট্যাটাসে কাকে ইঙ্গিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত লেখেন, ‘র-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’ তার এ স্ট্যাটাসের পর তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। কে বা কারা ‘র’ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তা তা জানতে চেয়ে অনেকে কমেন্ট করেন সেখানে।
এর আগে গত ১৫ এপ্রিল ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, “যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান। ”
Heybetbahis… never heard of it before today but after a quick spin I can say it’s fun. Definitly gonna try it again sometime. Give it a go: heybetbahis
Alright alright, jilibetagent let me put you on. If you’re looking for a good agent this might be it. Good Customer service and smooth transactions. Give it a try! jilibetagent