নিজস্ব প্রতিবেদক :
তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের জন্য প্যানেল ঘোষণা করেছে ‘সম্মিলিত পরিষদ’। এতে প্যানেল প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়বকে। রোববার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম ক্লাবে ঈদ পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্যানেলে অন্যদের মধ্যে রয়েছেন, এইচকেসি এ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী,
আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস, মদিনা ফ্যাশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসা, বিএসএ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্যাসিফিক জিন্স গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, আরডিএম এ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরোয়ার রিয়াদ, টপ স্টার ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আফসার হোসেন এবং সনেট গ্রুপ-এর পরিচালক গাজী মো. শহীদুল্লাহ।
প্যানেলের ঐতিহ্য অনুযায়ী, এই প্যানেল নির্বাচিত হলে এস এম আবু তৈয়ব প্রথম সহ-সভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহ-সভাপতি হিসেবে আঞ্চলিক নেতৃত্বে থাকবেন। বাকি সদস্যরা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্যানেল ঘোষণার পর বক্তারা চট্টগ্রামের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা কারখানা মালিকদের মধ্যে খোলামেলা আলোচনার গুরুত্ব এবং সম্মিলিতভাবে সংকট মোকাবিলার ওপর জোর দেন, যাতে খাতটি একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। প্যানেল স্বচ্ছতা, ঐক্য এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ ২০২৫-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়ক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান এবং সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মোঃ আবুল কালাম। বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ এবং এস এম নুরুল হক সহ অনেক তৈরি পোশাক খাতের ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
প্রসঙ্গত, আগামী ৩১ মে ২০২৫ বিজিএমইএ-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
YY777bet is okay! I’ve played a few times. Standard stuff, but sometimes that’s all you need, diba? Try mo na! Check them out: yy777bet
Recently started trying out BMW33. A few things that I really liked and found entertaining games. Have a look yourself bmw33.
Peso789casinologin, never have issues logging in, which is a plus. Site’s pretty straightforward too. It’s pretty hassle-free you wont have any problems. Check it now peso789casinologin.
PH365 Online Casino – sounds promising! Is this the place to catch some heat and win some dough? Gotta check out the slot selection first! ph365onlinecasino
Alright, poker faces, listen up! TaiPokerKing.net is where it’s at if you’re serious about your poker game. Lots of different tables and levels to choose from. Just be careful, those sharks are hungry! See for yourself at pokerking
Kingphbet! They got a bunch of different stuff to bet on. Sports, casino games… whatever floats your boat. Go check ’em out! kingphbet