Home বিশ্বজুড়ে ইরানের বন্দরে বিস্ফোরণের পেছনে ইসরায়েল!

ইরানের বন্দরে বিস্ফোরণের পেছনে ইসরায়েল!

0
ইরানের বন্দরে বিস্ফোরণের পেছনে ইসরায়েল!

নিউজমেট্রো ডেস্ক :

ইরানের শহিদ রাজি বন্দরে শনিবারের ভয়াবহ বিস্ফোরণ কোন সাধারণ দুর্ঘটনা নয় মন্তব্য করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ। তাঁর দাবি, পূর্ব পরিকল্পিতভাবে কনটেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।

ইরান ইন্টারন্যাশনালের এক খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে।

 গত শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সেই

তবে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি বলেছেন, শনিবার দুপুর ১২টা ৪ মিনিটে ছোট একটি আগুন দেখা যায়, তবে এই আগুনের কারণ এখনও জানা যায়নি। এক মিনিটের কম সময়ের মধ্যে ধোঁয়া এবং আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের কনটেইনারে পৌঁছায় এবং বিস্ফোরণ ঘটে।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার আলামত পাওয়া যায়নি। তিনি বার্তাসংস্থা আইএলএনএ-কে জানিয়েছেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে। তিনি জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়েছে।

এদিকে ওয়াশিংটন ইন্সটিউটের সিনিয়র প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক ফারজিন নাদিমি বলেছেন, নাশকতার হয়নি-এমন তথ্য এখনে উড়িয়ে দেওয়া যায়না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আশেপাশের ভবনের ছাদ, জানালা উড়ে গেছে। পুড়ে গেছে গাড়ি। ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরের বাসিন্দারাও এই বিস্ফোরণের আঁচ পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here