চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে ঘোষণা করে বিএনপি। ওই কমিটিতে মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক, লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব, আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটিতে লিয়াকতকে বাদ দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে নতুন যুক্ত হয়েছেন- আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু। সদস্য হিসেবে যারা স্থান পেয়েছেন তারা হলেন- শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ইফতেখার মহসিন চৌধুরী, মোস্তাক আহমদ খান, এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, ছলিম উদ্দিন চৌধুরী, মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাতুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসীম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফজলুল কবির ফজু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ঈসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহীম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন।
Guys, casinomxn777 has some really exciting games! I won a little something last night. The support seems helpful too. Why not check it out: casinomxn777
Alright, gotta say, ph777casinologin is decent. Good selection of slots. I had a small issue and their support helped me out quick. Pretty standard, but reliable. Check it out, yeah?
Downloaded the z777gameapk earlier today. Installation took no time, and the app runs super smooth. I’m quite impressed. Recommended if you are looking for a new game app! z777gameapk
E aí, cambada! A betmhm é uma boa opção pra quem tá procurando um site de apostas esportivas. Tem bastante mercado disponível e as odds são competitivas. Pra quem tá começando, é um bom lugar pra aprender. Clica e confere: betmhm
Sv66apps download complete! Easy peasy lemon squeezy. This app is smooth as butter. The experience is great and there are a lot of options! Try it out –> sv66apps