চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জীবনধারায় ব্যাপক পরিবর্তন আসছে। এ অবস্থায় মানবিক মূল্যবোধ বজায় রেখে প্রযুক্তি নির্ভর জীবনে এগিয়ে যেতে হবে। আগের তিনটি শিল্পবিপ্লব মানুষের জীবন ও জীবিকা সহজ করেছে। এখন চতুর্থ শিল্পবিপ্লবের যে প্রেক্ষিত সামনে এসেছে তাতে নানামুখী চিন্তা, উদ্ভাবন ও সম্ভাবনার সঙ্গে অনেক চ্যালেঞ্জও দেখা দিয়েছে। বিশেষ করে অনেক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক উপস্থিতির ফলে উৎপাদন আরও বাড়বে। তবে মানুষের কাজের পরিবর্তিত ক্ষেত্র ও চাহিদা পূরণ করতে হবে। এতে গবেষণা, উদ্ভাবন ও নতুন ধারণার প্রয়োজন হবে। তাই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ খুবই জরুরি। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরি করা দরকার।
মঙ্গলবার (০৬ মে) সকাল ১১টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ কর্তৃক আয়োজিত ”Research, Collaboration and Career Prospects in Biomedical Engineering” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ অনিরূদ্ধ ঘোষ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এম. এ. রহিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রবিউল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) এর পেডিয়াট্রিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ গিয়াস উদ্দিন, বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত, চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ তৌহিদুজ্জামান রিয়াদ এবং জি ই হেলথ কেয়ারের সার্ভিস স্পেশালিস্ট আরিজিত রায়। এছাড়া বক্তব্য রাখেন চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। সেমিনার সঞ্চালনা করেন বিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোসারাত হাবিব।
-প্রেস বিজ্ঞপ্তি
8811betcom, just tried it out yesterday. Had a surprisingly smooth onboarding experience. Interface feels clean and intuitive. Check it out 8811betcom.
Been spinning the reels on gk88slot lately and can’t complain! Plenty of different games, and the bonuses are pretty sweet. Worth a shot, especially if you’re a slot fan!