অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম এমন সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন যখন নানা ইস্যুতে উত্তপ্ত দেশে রাজনীতির মাঠ। এর মধ্যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এনসিপি’র একাধিক সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় আধ ঘন্টা আলাপ করেন।
তবে কী বিষয়ে তাঁদের মধ্যে আলাপ হয়েছে তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি কোন সূত্র। সাক্ষাতের বিষয়টি স্বীকার করলেও কোন বিষয়ে আলোচনা হয়েছে তা বলতে চাননি নাহিদ ইসলাম। এর আগে দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেন।