চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু ঘটেছে। পুড়ে গেছে অন্তত অর্ধশত বস্তিঘর। মঙ্গলবার ভোররাতে এ আগুণের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধার নাম নওশা (৮২)। আগুণ লাগার পর ঘর থেকে বের হতে না পারায় ঘরের মধ্যে পুড়ে মারা যান তিনি। পরে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে ইপিজেডের পাশে রেলওয়ে কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি গাড়ি সেখানে গিয়ে আগুণ নেভানোর কাজে অংশ নেয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বেশ কিছু বস্তি ঘর পুড়ে যায় ও সেখান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুণের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে বলে জানান তিনি।