Home বন্দর নগরী উচ্ছেদের আগে লালদিয়ার চরের মানুষের পুনর্বাসন চাই : শাহাদাত

উচ্ছেদের আগে লালদিয়ার চরের মানুষের পুনর্বাসন চাই : শাহাদাত

0
উচ্ছেদের আগে লালদিয়ার চরের মানুষের পুনর্বাসন চাই : শাহাদাত
লালদিয়ার চর বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন
নিউজ মেট্রো ডেস্ক :
পতেঙ্গার লালদিয়ার চরের মানুষকে উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন- রোহিঙ্গারা দেশের নাগরিক না হয় যদি সরকার তাদের পুনর্বাসন করতে পারে, তাহলে কেন লালদিয়ার জনসাধারণ এই দেশের নাগরিক হয়েও পুনর্বাসন হবে না?
বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গা ওয়ার্ডে লালদিয়ার চর এলাকা পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, লালদিয়ার চর এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসতি করে আসছে। তাদেরকে যদি বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ করতে হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করতে হবে সরকার ও বন্দরের কর্তৃপক্ষকে।  দেশের ক্ষতিগ্রস্ত জনসাধারণকে উচ্ছেদের আগে পুনর্বাসন করা এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দেশের একজন নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। তাই এদেশের নাগরিক হিসেবে লালদিয়ার চরের জনসাধারণ এর বাসস্থানের অধিকার রয়েছে।
তিনি বলেন, বন্দরের মাফিয়ারা বন্দর ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও বন্দরের টাকা দিয়ে দেশের উন্নয়ন হতে পারলে কেন বন্দর কর্তৃপক্ষ যাদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করবে না-আজ সাধারণ জনগণ তা জানতে চায়। অবিলম্বে লালদিয়ার চর এলাকার জনসাধারণ পুনর্বাসন করে বাসস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।
এসময়  উপস্থিত ছিলেন বিএনপি নেতা,ডাঃ নুরুল আবচার, মোঃশাহাবুদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইলিয়াস, মোঃ হারুন কোম্পানি, শফি মেম্বার, পতেঙ্গা থানা বিএনপি নেতা লোকমান হোসেন, আতিকুর রহমান, হান্নান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, যুবদল নেতা খুরশিদ আলম, হোসেন রানা, জাহেদ ইউছুপ, মোঃ শামিল, মৎসজিবী দলের সালাউদ্দিন, জালাল উদ্দীন, সোহাগ খান, জাহাঙ্গীর, আলম, সালাউদ্দিন, নিজাম, কায়ছার, হামিদ প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here