লড়াইয়ের জন্য নিজের পালিত মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে মারা গেলেন মালিক। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের লোখনুর গ্রামে। খবর বিবিসির।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন এর বরাত দিয়ে বিবিসি জানায়, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য নিজের মোরগকে প্রস্তুত করছিলেন ওই ব্যক্তি। এ সময় মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করলে এর পায়ে বাধা ৩ ইঞ্চির ধারালো ছুরি ওই ব্যক্তির শরীরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বাকি ১৫ জন আয়োজককে খুঁজছি। তাদের বিরুদ্ধে হত্যা, বে-আইনি বাজি ও মোরগ লড়াই আয়োজনের দায়ে মামলা দায়ের হবে।’ ঘটনার পর মোরগটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে একটি পোল্টি্র ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। বিচারকার্য চলাকালীন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে বলে জানান বি জীবন।