বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় নতুন এই আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হবে। ট্রেনটি ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশনে পৌঁছাবে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ট্রেনটি চলবে। ট্রেনের ভাড়া ও আসা যাওয়ার শিডিউল দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকে চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।