
ইউনেস্কো স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবসে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাব।
এর মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী জাতির পিতার ভাষণ প্রচার, প্রেস ক্লাব প্রাঙণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ¦ আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র সাবেক সহ সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজে’র সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ গড়ার রূপরেখা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে নিহিত ছিল। যে কারণে উক্ত ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তাঁর উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন।
এ সময় সিইউজের সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের মনজু, সিনিয়র সদস্য সিরাজুল করিম মানিক, দেবপ্রসাদ দাস, মাহবুর উর রহমান, শতদল বড়ুয়া, আলমগীর সবুজ, রাজেশ চক্রবর্তী, সাইদুল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-নিউজ মেট্রো ডেস্ক