Home বিশ্বজুড়ে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতা

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতা

0
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতা
২০১৪'র জাতিসংঘ শান্তি সম্মেলনের দুই কো-চেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডানে) এবং তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন
নিউজ মেট্রো ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আগামী ২২ এবং ২৩ এপ্রিল ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  বিভিন্ন টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার হবে।
এ বিষয়ে শুক্রবার হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।’ এই সম্মেলনে যুক্তরাষ্ট্র নানাবিধ পরিকল্পনার কথা জানাবে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কীভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা।
দেশগুলো কীভাবে শক্তিশালী জলবায়ু প্রত্যাশায় অবদান রাখতে পারে এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের বাইডেন গুরুত্ব দিতে বলেছেন তার আমন্ত্রণপত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here