Home বিনোদন ইন্ডিয়ান আইডল’র শিরোপা বাঙালি মেয়ে মানসীর মাথায়

ইন্ডিয়ান আইডল’র শিরোপা বাঙালি মেয়ে মানসীর মাথায়

0
ইন্ডিয়ান আইডল’র শিরোপা বাঙালি মেয়ে মানসীর মাথায়

নিউজমেট্রো ডেস্ক :

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর শিরোপা উঠেছে বাঙালি মেয়ে মানসী ঘোষের মাথায়। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ে শো-এর ১৫তম চূড়ান্ত পর্বে অংশ নিয়ে তিনি এই শিরোপা জিতে নেন। পুরস্কার হিসেবে মানসী পেয়েছেন ২৫ লাখ রুপি এবং একটি গাড়ি।

এবারের ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় হয়েছেন শুভজিৎ ঘোষ এবং স্নেহা শঙ্কর নিজের নামটি নিয়েছেন তৃতীয় স্থানে।

২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হওয়া এবারের সিজনে সেরা ১৫তে জায়গা করে নেয় ৭ জন বাঙালি। তারা হলেন শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, সৃজন পোরেল, রঞ্জিনী সেনগুপ্ত, ময়ূরী সাহা।

প্রতিযোগিতার সবগুলো ধাপ পেরিয়ে সেরা ৫ এ পৌঁছান মানসী, শুভজিৎ ও প্রিয়াংশু। শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বের ফলাফলেও বাঙালিরা আধিপত্য ধরে রাখতে পেরেছে। প্রথম ও দ্বিতীয় পুরুস্কার উঠেছে দুই বাঙালি তরুণ তরুণীর হাতে।

গানের এই রিলিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন শ্রোয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশা। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। অতিথি ছিলেন মিকা সিং, শিল্পা শেঠি এবং রাভিনা ট্যান্ডন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী বলেছেন, এই জয়ের আনন্দ কেমন সেটি বলার মত ভাষা তিনি পাচ্ছেন না।

কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর ও ভীমসেন জোশীর গান শুনতে পছন্দ করা মানসী বলেন,‘অনেক চেষ্টা করেছি, পরিশ্রম করেছি। আমার পরিবার এখানে আছেন, বাবা মা এবং মাসি সবসময় আমার পাশে থেকেছেন। এটা এমন একটা জাতীয় প্ল্যাটফর্ম, যেখান থেবে জীবনটা বেশ ভালোভাবে বদলে গিয়েছে। এখান সবার থেকে ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি।’

পশ্চিমবঙ্গের নিমতার পাইকপাড়ার বাসিন্দা মানসীর সংগীতে হাতেখড়ি চার বছর বয়স থেকে। এই তরুণী তার ১৩ বছর বয়সে স্টেজ শো করেছিলেন। পরিবারের পাশে দাঁড়াতে ধীরে ধীরে স্টেজ শোয়ের সংখ্যা বাড়িয়েছেন মানসী। পাশাপাশি চলেছে পড়াশোনাও।

দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাস করে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইংরেজিতে তিনি স্নাতক ডিগ্রি নিয়েছেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হন মানসী। এখানেই তিনি থেমে যায়নি। গেল বছর জুলাইয়ে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন মানসী।

-হিন্দুস্থান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here