Home বিশ্বজুড়ে কনসার্ট চলাকালে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জন নিহত

কনসার্ট চলাকালে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জন নিহত

0
কনসার্ট চলাকালে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জন নিহত

নিউজ মেট্রো ডেস্ক :

লাইভ কনসার্ট চলাকালে একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম ‘এইসময়’ অনলাইনের খবরে বলা হয়, মঞ্চে তখন পুরোদমে চলছিল লাইভ কনসার্ট। সামনে হাজির উৎসাহিত শ্রোতা-দর্শকেরা। তিল ধারণের জায়গা নেই নাইটক্লাবের ভিতরে। এমন সময় আচমকা ধসে পড়ল নাইটক্লাবের ছাদ। চাপা পড়েন অসংখ্য মানুষ। মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গোর বিখ্যাত জেট সেট নাইটক্লাবে। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৭৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ১৬০ জন। ওই কনসার্টে উপস্থিত ছিলেন বহু সেলেব্রিটি, রাজনীতিবিদ থেকে খেলার জগতের তারকারা।

দুর্ঘটনার খবর পেতেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও জীবিতদের সন্ধানে এখনও অব্যাহত উদ্ধার কাজ। আশঙ্কা এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন। বিপর্যয় মোকাবিলার প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ‘এখনও ধ্বংসস্তূপের নীচে থেকে শব্দ পাচ্ছি। আমাদের ধারণা অনেকে সেখানে বেঁচে আছেন। সমস্ত মানুষের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা থামব না।’

গত ১২ ঘণ্টায় যত সময় গিয়েছে ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে মৃতের তালিকা। ওই রাতের কনসার্টে উপস্থিত ছিলেন মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর এবং মেজর লীগ বেসবল তারকা নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ। ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধারের পর গুরুতর আহত নেলসিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলেরও। মৃতের তালিকায় রয়েছেন আরও একজন বেসবল তারকা টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরা। এখনও নিখোঁজ মেরেঙ্গু গায়ক রুবি পেরেজ। ছাদ ধসে পড়ার সময় তিনিই মঞ্চে গান গাইছিলেন।

কী ভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল জনপ্রিয় জেট সেট নাইটক্লাবে তা খতিয়ে দেখা হচ্ছে। ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি লুইস আবিনাদার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here