ভারতে করোনার টিকা ১৬ জানুয়ারি থেকে

নিউজ মেট্রো ডেস্ক :

ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনার টিকা দেয়া শুরু হচ্ছে। শনিবার  দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্মীরা প্রথমে টিকা পাবেন বলে ঘোষণায় বলা হয়েছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রথম দফায় টিকা পাবেন ৩০ কোটি নাগরিক টিকা পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।  শুরুতে টিকা দেওয়া হবে শুধুই স্বাস্থ্যকর্মী এবং সামনে সারির করোনা–যোদ্ধাদের। সরকারের এই টিকাকরণ প্রকল্পের আওতায় টিকা দেওয়া হবে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের। এছাড়াও ঝুঁকিপূর্ণদেরও সরকারি প্রকল্পের আওতাতেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।