
বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৮৪ হাজার ৫২৭ জনে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজার ৯২৫ জন। রবিবার ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
করোনা আক্রান্তদের মধ্যে ৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ১২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এখনো আক্রান্ত অবস্থায় রয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৪৭৯ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন ৯৯.৫ শতাংশ রোগী।
এদিকে বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ওয়ার্ল্ডোমিটারের ওয়েব সাইটে দেয়া তথ্যে দেখা যায়, বাংলাদেশে রোববার (১০জানুয়ারি) পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন করোনা ভাইরাসে আক্রা্ন্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৭৫৬ জন। সুস্থ হয়েছেন ৪লাখ ৬৬ হাজার ৬৪ জন।
নিউজ মেট্রো ডেস্ক