Home জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

0
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

কওমি মাদ্রাসা ব্যতীত দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পূর্ব ঘোষিত ছুটি শেষ হবার একদিন আগে আরেক দফা ছুটি বাড়ানো হলো।

করোনা মহামারির কারণে গত দশ মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল পুরোপুরি বন্ধ। এসময় সংসদ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ক্লাশ নেয়া হয় এবং  শিক্ষার্থীদের দুর্বলতা বোঝার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্ত সিলেবাসে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। তবে গতবছর পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সম্ভব হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ। স্কুল পর্যায়ে সকল শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হয় পরীক্ষা ছাড়াই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here