
নিউজ মেট্রো ডেস্ক :
দা সাউন্ড অব মিউজিক খ্যাত অস্কার বিজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। কানেকটিকাটে নিজ বাড়িতে শুক্রবার তিনি মারা যান।
৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। এর আগে এত বয়সে কোনো অভিনেতা অস্কার পাননি। ৮৮ বছর বয়সে অল ‘দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ক্রিস্টোফার প্লামারকে দ্য সাউন্ড অব মিউজিকের (১৯৬৫) ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব।