Home বিনোদন কারিনা হাসপাতালে- আসছে নতুন অতিথি

কারিনা হাসপাতালে- আসছে নতুন অতিথি

0
কারিনা হাসপাতালে- আসছে নতুন অতিথি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলি খানের ঘরে আসছে নতুন অতিথি। ইতিমধ্যে কারিনাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে। এদিকে সন্তান আসার আগেই কারিনার বাড়িতে রীতিমত উপহারের বন্যা বয়ে যাচ্ছে।

উপহার পেয়ে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক ঘনিষ্ঠ বন্ধুকে ধন্যবাদ জানালেন কারিনা। দেখা গেল, অনেক ধরনের উপহার এবং নানা রঙের ফুল পাঠানো হয়েছে হবু মা-কে। সদ্য বিবাহিত দিয়া মির্জা এবং বৈভব রেখিও উপহারস্বরূপ একটি চারাগাছ পাঠিয়েছেন কারিনাকে। তার ছবি শেয়ার করে জীবনের নতুন অধ্যায়ের জন্য নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কারিনা।

কারিনার বাবা রণধীর কাপূর জানিয়েছিলেন ১৫ ফেব্রুয়ারি জন্ম নিতে পারে করিনার দিত্বীয় সন্তান। তবে দেখা যাচ্ছে, নতুন অতিথির জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। সে আসার প্রাক্কালে দাদু দিদা অর্থাৎ রণধীর কাপূর এবং ববিতা কাপূরকে প্রার্থনার জন্য দেখা গিয়েছিল মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে। শুক্রবার সকালে অ্যানিম্যাল প্রিন্টের কাফতান পরে তৈমুরকে নিয়ে দেখা গেল কারিনাকে। বিকেলেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সুখবরের আশায় দিন গুনছেন সাইফ-কারিনা।

সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here