Home লিড নিউজ ভারত থেকে ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে আজ

ভারত থেকে ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে আজ

0
ভারত থেকে  ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে আজ
নিউজ মেট্রো প্রতিনিধি :
ভারত থেকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ সোমবার বাংলাদেশে আসবে। ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাসী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার কথা  রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র।
গত ২৫ জুলাই সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালানে ভারত থেকে ৫০ লাখ ডোজ  এসেছিল। এর আগে উপহার হিসাবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন এসেছিল ২০ জানুয়ারি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ভ্যাকসিনের দ্বিতীয় চালানবাহী ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুম্বাই থেকে রওয়ানা দেবে। রাত ১১টা ১০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।
দেশে সেরাম ইনস্টিটিউটের সোল এজেন্ট বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসবে বলে এর আগে জানিয়েছিলেন।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে গত ৫ নভেম্বর তিন কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হয়। পর্যায়ক্রমে এসব ভ্যাকসিন বেক্সিমকো ফার্মার মাধ্যমে দেশে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here