Home লিড নিউজ ২৪মে খুলছে সব বিশ্ববিদ্যালয়

২৪মে খুলছে সব বিশ্ববিদ্যালয়

1
২৪মে খুলছে সব বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক :
দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪মে থেকে ক্লাসে পাঠদান শুরু হচ্ছে। এর আগে ১৭মে খুলে দেয়া হবে আবাসিক হল। ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে। আজ বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।২৪ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো পরীক্ষা হবে না। এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে। করোনার কারণে বয়স অতিক্রম হয়ে যাওয়া কোনো পরীক্ষার্থী যেন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত না হন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়ার আগে করোনাভাইরাসে টিকা নিতে হবে শিক্ষার্থীদের। আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রী।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here