Home বন্দর নগরী বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক :
তিন দফা জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ড. গাজী সালেহ উদ্দীন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন (৭৪) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ৮টার দিকে রাজধানী ঢাকার সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০টায় নগরী পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের বনিক পাড়াস্থ বাসার সামনে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় নগরীর পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। জানাজা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃতে মেট্টোপলিটন পুলিশের একটি চৌকষ দল ড. গাজী সালেহ উদ্দীনকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের একমাত্র পুত্র ও সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব সালেহীন তানভীর গাজীর হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.বেনু কুমার দে সহ শিক্ষকবৃন্দ। পরে তাঁর মরদেহ নোয়াখালির সোনাইমুড়ি উপজেলার বদরপুরস্থ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় দফা জানাযা থেকে বাদে আছর তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সাবেক অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here