
নিজস্ব প্রতিবেদক :
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তবর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ড. ইউনুস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তাঁর দৃঢ়তার ছাপ নাই। আমরা তাঁর কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি।
সোমবার (১৭ ফেব্রæয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টি, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি’ কেমন হওয়া চাই? শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্র্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, সরকারকে বলিষ্ট হতে হবে। এই সরকার এখন পর্যন্ত পুলিশের ওপর কিংবা প্রশাসনের ওপর কোন ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। কয়েকদিন আগেও দেখেছি সেনাবাহিনী থানা পাহারা দিচ্ছে। এই দৃশ্য জীবনে দেখি নাই যে পুলিশকে সেনাবাহিনীর পাহারা দিতে হয়।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এবি পার্টি প্রধান বলেন, আপনারা সে সুযোগ পেয়েছেন সেটাকে কাজে লাগান। কে কত বড় দল, কার মিছিল কত বড়, কার বিশাল সমাবেশ- এগুলোতে আপনি বিচলিত হবেন না। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আপনার সাহসী পদক্ষেপ দরকার।
উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, দখলবাজি, টেন্ডারবাজি, মারামারি, গন্ডগোল, দলীয়করণে আওয়ামী লীগ আর বিএনপি কেউ কারো চেয়ে কম যায়না-এটা মানুষ দেখেছে। সরকার বদল হয় কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদী চাঁদাবাজের জায়গায় জাতীয়তাবাদী চাঁদাবাজ বা ইসলামী ও জাতীয়তাবাদী প্রেরণায় উদ্বুদ্ধ চাঁদাবাজের দৌরাত্ম শুরু হয়। এর ফলে একটি ব্ল্যাক চ্যাপ্টারের পরে দীর্ঘ ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসে। পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের কথা শুনে আমাদের রাগ ক্ষোভ জ¦লজ¦ল করে উঠতো। আর এখন দেখছি- এ কোন হানাদার? আমার চেহারার, আমার প্রতিবেশি আমার ধর্মের লোক- সে আমার অধিকার কেড়ে নিচ্ছে, আমাকে হত্যা করছে, গুম করছে, নারীর সম্ভ্রম কেড়ে নিচ্ছে। এর পরিবর্তনের জন্য আজ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি।
নগরীর কাজির দেউরীস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এর হল রুমে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গোলাম ফারুক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) মোঃ দিদারুল আলম, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার লোকমান, আশরাফ মাহমুদ রুমেল, হায়দার আলী চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, জিয়া চৌধুরী, আব্দুর রহমান মনির প্রমুখ বক্তব্য রাখেন।